How to upload long video on fb story । কিভাবে মেসেঞ্জার স্টোরিতে বড় ভিডিও আপলোড করব
মেসেঞ্জার স্টোরিতে বড় ভিডিও আপলোড করার শর্ট টেকনিক
এইখানে আপনাদের জন্য ভিডিওতে দেখেছি পোস্ট করেও দেখেছি।আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটা দেখুন। কাজ হবে ১০০%
আসসালামু আলাইকুম
এটি টিউটোরিয়ালে এবং এই পোস্টে আমি আপনাদেরকে জানিয়েছি আপনি আপনার মেসেঞ্জারে স্টোরিতে কিভাবে ১০ মিনিট ২০ মিনিট এবং যেকোনো বড় ভিডিও আপলোড করবেন।
যে বিষয়টি নিয়ে আমরা এখনো অজ্ঞ আমরা বেশিরভাগ লোকই মনে করি মেসেঞ্জারে স্টোরিতে এক মিনিটের বেশি কোন ভিডিও থাকলে সেটি পোস্ট করা যায় না। কিন্তু মাঝে মাঝে যখন আমরা বিভিন্ন ফ্যানদের স্টোরি check করি তখন তাদের স্টোরিতে তারা এক মিনিটের বড় ভিডিও তাদের স্টোরিতে আপলোড করে থাকে।
তাই আমরা দিশেহারা হয়ে মেসেঞ্জার অ্যাপের মধ্যে ওই সেটিং খুঁজে বেড়ায় যে সেটিং এর মাধ্যমে মেসেঞ্জারে সবচেয়ে বড় ভিডিও আপলোড কিভাবে করা যায়। কিন্তু আমি আপনাদেরকে বলব এটি এইখানে আপনাকে কোন সেটিং অবলম্বন করতে হবে না বা কোন সেটিং আপনাকে খুঁজতে হবে না আপনি আপনার মেসেঞ্জারে স্টোরিতে বড় ভিডিও আপলোড করতে পারবেন খুব সহজে যদি এই পোষ্টি সম্পূর্ন পড়েন।
আপনাকে কোন সেটিং এপ্লাই করতে হবে না, শুধু ১টি ট্রিক এপ্লাই করলে আপনি খুব সহজে আপনার মেসেঞ্জারে স্টোরিতে পাঁচ মিনিটেরও বড় ভিডিও দিতে পারবেন।
Let's Go
1. সর্বপ্রথম আপনাকে মেসেঞ্জার অ্যাপ এ প্রবেশ করতে হবে।
2. তারপর আপনি চ্যাট করেন ঐরকম যেকোনো একজন বন্ধুর প্রোফাইলে আপনাকে প্রবেশ করতে হবে।
3. এইবার আমরা যে কোন fnd der যেভাবে যে কোন ফটো বা ভিডিও পাঠাই সেই প্রসেসে ফটোর আইকনে ক্লিক করব । ক্লিক করার পর আপনার গ্যালারি সো করাবে তারপর যে ভিডিওটি আপনি আপনার story তে দিতে চাচ্ছেন ওই ভিডিওর উপরে ক্লিক করবেন।
আমি কিন্তু তাকে কোন ভিডিও বা ফটো পাঠানোর জন্য ক্লিক করতে বলিনি জাস্ট আপনি ক্লিক করে রাখবেন কোনভাবে কিন্তু তাকে সেন্ড করবেন না ভিডিওটি
4. তারপর নিচে দুটি অপশন আসবে একটি হচ্ছে স্যান্ডের অপশন আরেকটি হচ্ছে এডিটের অপশন, ওখানথেকে আপনাকে এডিট অপশনে ক্লিক করতে হবে।
5. এডিট অপশন এ ক্লিক করলেই ওখানে দেখতে পারবেন Your Story । Your Story তে ক্লিক করলেই আপনার প্রফাইল স্টোরিতে আপলোড হয়ে যাবে ভিডিওটি ।
6. তারপর আপনি আপনার বন্ধুকে ওই ভিডিওটি না পাঠিয়ে ব্যাক দিয়ে চলে আসবেন। তারপর দু মিনিট অপেক্ষা করবেন । তারপর দেখবেন আপনার ওই লং ভিডিওটি আপনার স্টোরিতে পুরো আপলোড হয়ে গেছে এক সেকেন্ড ও কিন্তু কমবে না।
আশা করছি বুঝতে পেরেছেন।যদি না বুঝে থাকেন কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আপনাদের জন্য কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে ওই ভিডিও লিংক এই পোস্টের নিচে দেওয়া আছে আপনার লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওর উপরে ক্লিক করে আপনারা চাইলে দেখে আসতে পারেন ভিডিওটি । ওখানে আমি সরাসরি দেখিয়েছি
তো এই পদ্ধতি আপনারা এপ্লাই করেন দেখবেন কাজ হবে যদি কাজ হয় তাহলে এই পোস্টে লাইক দিয়ে উৎসাহ দিবেন ।
Messenger Story Long Video
Tech Heap Blogger এ আপনাদের স্বাগতম ।আপনি এই প্লাটফর্মে প্রতিনিয়ত পেয়ে যাবেন মোবাইলের নতুন নতুন সেটিং টিপস এন্ড ট্রিকস এবং Social Media নতুন নতুন আপডেট নতুন Features। এছাড়াও অনলাইন ইনকাম সম্পর্কিত বিভিন্ন প্রকার তথ্য ।তাই, আরও প্রযুক্তি-সম্পর্কিত টিপস এবং কৌশল পেয়ে নিজেকে আপডেট রাখতে এই ব্লগ এবং চ্যানেলটি Follow করুন।
আমার চ্যানেলটি Visite করে আসুন। যেখনে আপনি পেয়ে যাবেন আরাে মজার মজার আকর্ষনীয় টিপস এন্ড ট্রিকস ভিডিও।
My Youtube Channel: > https://www.youtube.com/@TechHeapForhad
My Facebook Page: >>> https://www.facebook.com/infotechheap
My Instagram: >>>>>> https://www.instagram.com/tech_heap/
পরিদর্শনের জন্য ধন্যবাদ

কোন মন্তব্য নেই