How to Send Disappearing Image in Whatsapp | Whatsapp One Time View Once
Whatsapp One Time View Once Photo
দৈনন্দিন বিভিন্ন প্রকার কাজে অথবা বন্ধু-বান্ধবের সাথে প্রতিনিয়ত কনভারসেশন এর জন্য যারা বেশিরভাগ whatsapp অ্যাপটি ব্যবহার করেন তাদের জন্য এই পোস্টটি খুবই গুরুত্বপূর্ণ হবে। কেননা হোয়াটসঅ্যাপের এই একটি জিনিস নিয়েই আমরা বেশিরভাগই আতঙ্কে থাকি বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। আর কিছু কিছু কাজের ক্ষেত্রে ছেলেদের জন্য ও কিন্তু খুবই উপকারে আসবে । পুরু post আপনারা পড়বেন একটু স্কিপ করবেন না আমি ।
এ পোষ্টের মধ্যে বিস্তারিত সব জানিয়েছি এবং আমি একটি ভিডিওর মাধ্যমে বিস্তারিত দেখেছি কিভাবে আপনি এই প্রসেসটি এপ্লাই করবেন এবং এই প্রসেসের মূল কাজ কি।
ফটো বা ভিডিও আদান প্রদানের ক্ষেত্রে
আমরা কিন্তু প্রত্যেকেই জানি ফটো অথবা ভিডিও আদান-প্রদানের অন্যতম মাধ্যম হচ্ছে সোশ্যাল মিডিয়া Apps । আমরা জানি বর্তমানে বিশ্বে সকল প্রকার সোসাল মিডিয়া অ্যাপের মধ্যে কিন্তু যেকোনো ফটো ভিডিও খুব সহজে আদান প্রদান করা যায়।
অ্যাপের সুবিধা
আর সোশ্যাল মিডিয়া অ্যাপ গুলোর মধ্যে ফটো আদান-প্রদানের সবচাইতে সুবিধা জনক প্ল্যাটফর্ম হচ্ছে হোয়াটসঅ্যাপ অ্যাপটি এটি আমিও জানি আপনিও জানেন হোয়াটসঅ্যাপ কোম্পানিও জানে । কেননা হোয়াটসঅ্যাপে কোন ফটো বা ভিডিও আমরা কাউকে পাঠাতে চাইলে ফটোর রেজুলেশন পিক্সেল এবং এইচডি সবকিছু ঠিকঠাক আমরা পাঠাতে পারি । যা অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাপ এর মধ্যে করতে পারিনা।
তাই এই ব্যাপারে হোয়াটসঅ্যাপ কোম্পানি কিন্তু খুবই হুঁশিয়ারি। দিনের পর দিন আপডেট হচ্ছে হোয়াটসঅ্যাপ অ্যাপটি । whatsapp অ্যাপ এর মধ্যে ফটো আদান প্রদানের মাধ্যম হচ্ছে চারটি আপনি চার প্রকার সেটিং এপ্লাই করে যে কাউকে ফটো পাঠাতে পারবেন। চার প্রকারের মধ্যে তিন প্রকার হয়তো আপনারা প্রত্যেকেই জানেন এরপর দেখাবো সর্বশেষ যে আপডেট whatsapp এনেছিল সে আপটি হচ্ছে One time view once ।
এই ছেটিং এপ্লাই করলে কিন্তু আপনি যে কাউকে যে কোন ফটো বা ভিডিও অন টাইম পাঠাতে পারবেন ।
One Time View Once
এখন অন টাইম মেসেজ বলতে আপনি যাকে ফটো পাঠাবেন সে কিন্তু ওই ফটো একবারে বেশি আর সেকেন্ড বার দেখতে পারবেনা সেভ করতে পারবে না এবং ওই ফটো স্ক্রিনশট ও সে নিতে পারবে না।
এখন আপনি হয়তো বলতে পারেন হোয়াটসঅ্যাপে অটো সেভ গ্যালারি সেটিং enable করে দিলেই তো ওই ফটো অটো সেভ হয়ে যাবে । আপনার যত সেটিং এনাবেল থাকুক না কেন কোনভাবেই সে দ্বিতীয়বার ফটো দেখতে পারবে না কোন ভাবে সেভ করতে পারবে না। তো প্র্যাকটিক্যালি যদি আপনি দেখতে চান তাহলে নিচে দেওয়া লিঙ্ক থেকে আপনি ওই ভিডিওটি দেখে আসবেন আমি ওখানে আপনাদেরকে দেখেছি কিভাবে আপনি ওই Settings টি এপ্লাই করবেন।
আর ওই ভিডিওটি দেখার পর যদি আপনি হোয়াটসঅ্যাপের কোন একটি ট্রিক কোন একটি সেটিং শিখে থাকেন তাহলে ওই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহ দিবেন এবং সামনে সোশ্যাল মিডিয়ার নতুন নতুন আপডেট সম্পর্কে যদি প্রতিনিয়ত টিপস এন্ড ট্রিক পেতে চান তাহলে আমার ওই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অর করে দিবেন ।
আমার চ্যানেলটি Visite করে আসুন। যেখনে আপনি পেয়ে যাবেন আরাে মজার মজার আকর্ষনীয় টিপস এন্ড ট্রিকস ভিডিও।
My Youtube Channel: > https://www.youtube.com/@TechHeapForhad
My Facebook Page: >>> https://www.facebook.com/infotechheap
My Instagram: >>>>>> https://www.instagram.com/tech_heap/
price/$35
Tech Heap
পরিদর্শনের জন্য ধন্যবাদ
কোন মন্তব্য নেই